গল্প : শেষ রাতের এটিএম
টাকার খুব দরকার পড়ায় রাত দুটোয় এটিএম-এ গিয়েছিল সমীর। বুথটা ছিল একদম ফাঁকা। সে টাকা তোলার জন্য কার্ড ঢোকাল। স্ক্রিনের আবছা প্রতিবিম্বে সে দেখল, তার পেছনে একজন লোক এসে দাঁড়িয়েছে। সে ভাবল, হয়তো অন্য কাস্টমার। কিন্তু লোকটা বড্ড বেশি কাছে দাঁড়িয়েছিল। সমীরের কেমন অস্বস্তি হচ্ছিল। সে টাকা তুলে পেছন ফিরতেই দেখল, কেউ নেই। গোটা রাস্তা ফাঁকা। সে স্বস্তির নিশ্বাস ফেলে এটিএম থেকে বেরোতে যাবে, এমন সময় দেখল, কাঁচের দরজায় একটা হাতের ছাপ পড়েছে, ভেতর থেকে। যেন কেউ তাকে বেরোতে দিতে চায় না। সমীর ভয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে দৌড় দিয়েছিল।
#এটিএমভূত #আধুনিকভৌতিকগল্প #urbanhorror #ভয় #ছমছমেঅভিজ্ঞতা