গল্প : লিফটের ভেতরে
অফিসের লিফটে রাত দশটায় একাই উঠছিল স্নেহা। চোদ্দ তলায় তার ফ্ল্যাট। লিফটটা সাত তলায় এসে হঠাৎ থেমে গেল। আলো নিভে গিয়ে এমার্জেন্সি লাইট জ্বলে উঠল। স্নেহা ভয় পেলেও ভাবল, যান্ত্রিক ত্রুটি। সে ইন্টারকমে ফোন করার চেষ্টা করল, কিন্তু লাইন পেল না। হঠাৎ তার মনে হলো, লিফটের মধ্যে সে একা নয়। একটা ভেজা কাপড়ের গন্ধ আর ঠান্ডা বাতাস সে অনুভব করল। তার ঠিক পেছনে কেউ যেন দাঁড়িয়ে নিশ্বাস ফেলছে। স্নেহা ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। লিফটের স্টিলের দেওয়ালে আবছা প্রতিবিম্বে সে দেখল, তার পেছনে একটা লম্বা, ভেজা চুলের মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি ধীরে ধীরে তার দিকে হাত বাড়াচ্ছিল। ঠিক তখনই লিফটের দরজা খুলে গেল এবং আলো জ্বলে উঠল। পেছনে তাকিয়ে স্নেহা দেখল, কেউ নেই, শুধু মেঝেতে খানিকটা জল পড়ে আছে।
#লিফটেরভূত #শহরেরহরর #ভৌতিকঅভিজ্ঞতা #claustrophobia #ভয়ঙ্করগল্প