গল্প : মিষ্টিমুখ
মিষ্টি খেতে খুব ভালোবাসত গ্রামের পরান মন্ডল। ডায়াবেটিসে ভুগে মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা ছিল, রসগোল্লা খাবে। কিন্তু ডাক্তার বারণ করায় তা আর হয়নি। তার মৃত্যুর পর থেকেই গ্রামের মিষ্টির দোকানদার ননী পালের দোকানে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। প্রতি রাতে সে যখন দোকান বন্ধ করে চলে যায়, পরদিন এসে দেখে, রসগোল্লার হাঁড়ি খালি। অথচ দোকানের তালা ভাঙা হয়নি। একদিন রাতে ননী পাল চোর ধরার জন্য দোকানে লুকিয়ে রইল। মাঝরাতে সে দেখল, একটা ধোঁয়ার মতো অবয়ব দোকানের দেয়াল ভেদ করে ভেতরে ঢুকল এবং সরাসরি রসগোল্লার হাঁড়ির কাছে গেল। তারপর শুধু চপচপ করে খাওয়ার শব্দ। ননী পাল ভয়ে জ্ঞান হারায়। পরদিন থেকে সে দোকানের একপাশে পরান মন্ডলের নামে প্রতিদিন একটা রসগোল্লা আলাদা করে রাখতে শুরু করে। তারপর থেকে চুরি বন্ধ হয়ে যায়।
#পেটুকভূত #মিষ্টিরদোকান #গ্রামেরগল্প #অতৃপ্তইচ্ছা #bengalifolklore