গল্প : শাঁকচুন্নির শাঁখা
নতুন বিয়ে হয়ে গ্রামের বাড়িতে এসেছে পারুল। শ্বশুরবাড়ির সবাই তাকে খুব ভালোবাসে। কিন্তু শাশুড়ি তাকে একটা নিয়ম মানতে বলেন—সন্ধ্যা নামার পর যেন সে একা পুকুরঘাটে না যায় এবং হাতের শাঁখা-পলা কখনও না খোলে। পারুল কারণ জানতে চাইলে শাশুড়ি এড়িয়ে যান। একদিন সন্ধ্যায় পূর্ণিমার আলোয় পুকুরঘাটটা খুব সুন্দর লাগছিল। পারুল লোভ সামলাতে না পেরে সেখানে গেল। হঠাৎ সে দেখল, জলের ভেতর থেকে এক সুন্দরী বধূ উঠে আসছে। তার পরনে লাল শাড়ি, কিন্তু হাতে শাঁখা-পলা নেই, সিঁথিতে সিঁদুর নেই। বধূটি হেসে পারুলের দিকে হাত বাড়িয়ে বলল, "তোর শাঁখা জোড়া খুব সুন্দর। আমাকে দিবি?" পারুল ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করতেই বধূটি এক বিকট রূপ ধারণ করল। তার লম্বা লম্বা নখ আর দাঁত বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, "দিবি না? তাহলে তোর সিঁদুর আমি মুছে দেব!" পারুল কোনোমতে বাড়ি ফিরে জ্ঞান হারায়। সে ছিল শাঁকচুন্নি, যে বিবাহিত মহিলাদের সুখ সহ্য করতে পারে না।
#শাঁকচুন্নি #বাংলাভূতেরগল্প #গ্রামেরভয় #folklorehorror #bengalighost
Mir Abs Shawon
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?