গল্প : দুলুনি কেদারা
গ্রামের বাড়িটা বিক্রি করার আগে শেষবারের মতো গোছাতে গিয়েছিল অরুণ। দাদুর আমলের অনেক পুরনো জিনিসপত্রের মধ্যে ছিল একটা কাঠের দুলুনি কেদারা (রকিং চেয়ার)। চেয়ারটা দেখলেই অরুণের ছোটবেলার কথা মনে পড়ত। ঠাকুমা ওই চেয়ারে বসেই তাকে গল্প শোনাতেন। সেদিন রাতে থাকার ব্যবস্থা না থাকায় অরুণ ওই বাড়িতেই থেকে গেল। মাঝরাতে একটা ক্যাঁচক্যাঁচ শব্দে তার ঘুম ভেঙে গেল। সে বসার ঘরে গিয়ে দেখল, দুলুনি কেদারাটা নিজে থেকেই ধীরে ধীরে দুলছে। বাতাস নেই, কিছু নেই, অথচ চেয়ারটা দুলছে। অরুণের মনে হলো, যেন তার ঠাকুমা ওখানে বসে আছেন, যেমনটা তিনি তার মৃত্যুর দিন পর্যন্ত বসতেন। চেয়ারটা হঠাৎ আরও জোরে দুলতে শুরু করল। অরুণ শুনতে পেল, ঠাকুমার গলায় কেউ যেন তাকে ডাকছে, "অরুণ, কাছে আয় দাদুভাই... গল্প শুনবি না?" ভয়ে অরুণের শরীর হিম হয়ে গিয়েছিল। সে রাতটা কোনোমতে কাটিয়ে পরদিনই সেখান থেকে পালিয়ে আসে।
#রকিংচেয়ার #hauntedchair #পুরনোবাড়িরভূত #ভৌতিকগল্প #প্যারানরমাল
Mir Abs Shawon
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟