গল্প : মেট্রো রেলের ছায়া
কলকাতার মেট্রো রেলে রাত দশটার পর ভিড় অনেকটাই কমে যায়। সেদিন শেষ মেট্রোটায় বাড়ি ফিরছিল একা শুভম। কালীঘাট স্টেশন ছাড়ার পর হঠাৎ মেট্রোর আলো একবার জ্বলে-নিভে উঠল। শুভম জানালার কাঁচের প্রতিবিম্বে দেখল, তার কামরাটা খালি নয়। তার পেছনের সিটে একজন লোক বসে আছে, যার মুখটা অন্ধকারে ঢাকা। শুভম চমকে পেছনে তাকাল, কিন্তু সিটটা খালি। সে ভাবল, হয়তো চোখের ভুল। কিন্তু আবার যখন জানালার দিকে তাকাল, তখন দেখল, লোকটা তার ঠিক পাশেই বসে আছে। এবার সে স্পষ্ট দেখল, লোকটার শরীরটা কাঁচের মতো স্বচ্ছ। মেট্রোটা যখন সুড়ঙ্গের ভেতর দিয়ে ছুটে চলেছে, তখন শুভম দেখল, ট্রেনের বাইরে, দেওয়ালের পাশ দিয়ে অসংখ্য ছায়ামূর্তি যেন ট্রেনের সাথে দৌড়াচ্ছে। ভয়ে সে চোখ বন্ধ করে ফেলে।
#মেট্রোরভূত #শহরেরভূত #ভৌতিকঅভিজ্ঞতা #হররগল্প #kolkatametrohorror
Mir Abs Shawon
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?