গল্প : দর্জির দোকানের ভূত
বাবার মৃত্যুর পর তার পুরনো দর্জির দোকানটা আবার চালু করেছিল করিম। দিনের বেলা ভালোই চলত। কিন্তু রাতে দোকান বন্ধ করার পর থেকেই শুরু হতো অদ্ভুত ঘটনা। সে পাশের চায়ের দোকান থেকে প্রায়ই দেখত, তার বন্ধ দোকানের ভেতর আলো জ্বলছে আর সেলাই মেশিনের খটখট শব্দ হচ্ছে। চোর ভেবে একদিন সে লুকিয়ে রইল। মাঝরাতে দোকানের ভেতরটা হিমশীতল হয়ে গেল। সে দেখল, একটা ছায়ামূর্তি তার বাবার চেয়ারে বসে সেলাই মেশিনে কাজ করছে। মূর্তিটা একটা সাদা কাপড় সেলাই করছিল—ঠিক যেন কাফনের কাপড়। করিমের বাবা মৃত্যুর আগে একটা কাজ শেষ করতে পারেননি। হয়তো তার অতৃপ্ত আত্মাই সেই কাজ শেষ করতে আসে। করিম ভয়ে আর কোনোদিন রাতে ওই দোকানের কাছে যায়নি।
#অতৃপ্তআত্মা #দোকানেরভূত #ভৌতিককাহিনী #প্যারানরমাল #ছমছমেগল্প