5 میں ·ترجمہ کریں۔

গতকালের ভারত ইংল্যান্ড ম্যাচটা মনে করিয়ে দেয় ২০১৬ সালের বাংলাদেশ ইংল্যান্ড চট্টগ্রাম টেস্টের কথা, আজ যেমন ভারত ইংল্যান্ডের বিপক্ষে হারলো ২২ রানে, ঠিক ওইদিন ও বাংলাদেশ ও হেরেছিল ২২ রানে, আজ যেমন ৬১ রানে অপরাজিত থেকে দলের হার দেখলেন জাদেজা, বাংলাদেশের সাব্বির রহমান সেদিন ৬৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশের হার দেখেছিলেন, ওইদিন ও দেখা যায় সাব্বির রহমান কে ইংল্যান্ডের খেলোয়াড়া শান্তনা দিচ্ছেন, আজও তারা শান্তনা দিলেন ভারতের খেলোয়াড়দের,
কাকতালীয় বুঝি একেই বলে 😅

2 گھنٹے ·ترجمہ کریں۔
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
5 گھنٹے ·ترجمہ کریں۔

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 گھنٹے ·ترجمہ کریں۔

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 گھنٹے ·ترجمہ کریں۔

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

5 گھنٹے ·ترجمہ کریں۔

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।