Adeel Hossain  إنشاء مقالة جديدة
1 ذ ·ترجم

সায়ন্তিনি পুতুতুন্ডু কে? | ##sayontini #writer #novel #bangla #kolkata

সায়ন্তিনি পুতুতুন্ডু কে?

সায়ন্তিনি পুতুতুন্ডু কে?

বর্তমান সময়ের একজন লেখিকার পরিচয়
1 د ·ترجم

#32
রাত একটা।
বাইরে বেশ ঝড় তুফান হচ্ছে। তীব্র বাতাসের শোঁ শোঁ শব্দ মনে ভয় ঢুকিয়ে দেয়। ধূম ধূম বাজ পড়ছে। মনে হচ্ছে সারা শহর আজ ধ্বংস হয়ে যাবে। আমি দরজা জানালা বন্ধ করে কুন্ডুলী পাকিয়ে বিছানায় শুয়ে আছি। আজ বাসায় কেউ নেই। আমি একা। ঘুমাতে চেষ্টা করছি। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এমন সময় শুনতে পেলাম দরজায় কে যেন নক করছে।

এত রাতে কে এলো? তাও এই ঝড় তুফানের রাতে। আমি বিরক্ত হয়ে বললাম, কে? কে? কোনো সাড়া শব্দ পেলাম না। কিন্তু আবার দরজায় খট খট শব্দ। মেজাজ খুব খারাপ হলো। দরজা খুললাম। দরজা খুলে আমি প্রচন্ড অবাক! রফিক এসেছে। আমার বাল্য বন্ধু। স্কুল কলেজে আমরা একসাথে পড়েছি। রফিককে দেখে আমি সীমাহীন ভয় পেলাম। আমার মাথা কাজ করছে না। সমস্যা হলো রফিক আজ থেকে তিন বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা গেছে।

6 ث ·ترجم

📘 কাজী নজরুল ইসলাম: চাকরি পরীক্ষাভিত্তিক ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

🔹 পরিচিতি ও জীবনী

1. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কী?
উত্তর: ২৪ মে ১৮৯৯

2. প্রশ্ন: তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: চুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত

3. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের উপাধি কী?
উত্তর: বিদ্রোহী কবি

4. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষিত হন কবে?
উত্তর: ১৯৭২ সালে

5. প্রশ্ন: নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৯ আগস্ট ১৯৭৬


6. প্রশ্ন: তাঁকে কোথায় সমাধিস্থ করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে

7. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের স্ত্রী কে ছিলেন?
উত্তর: প্রমীলা দেবী

8. প্রশ্ন: নজরুল ইসলাম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ (ব্রিটিশ সেনাবাহিনীতে)

9. প্রশ্ন: নজরুল কত বছর বয়সে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন?
উত্তর: ১৯ বছর বয়সে

10. প্রশ্ন: নজরুল কত সালে অসুস্থ হয়ে পড়েন?
উত্তর: ১৯৪২ সালে

---

🔹 সাহিত্য ও সংগীত

11. প্রশ্ন: নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: অগ্নিবীণা


12. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উত্তর: বিজলী


13. প্রশ্ন: নজরুল গীতির আরেক নাম কী?
উত্তর: নজরুল সঙ্গীত


14. প্রশ্ন: নজরুল ইসলামের গানের সংখ্যা আনুমানিক কত?
উত্তর: প্রায় ৪০০০+


15. প্রশ্ন: ‘চল চল চল’ গানটি কোন বাহিনীর মার্চ সঙ্গীত?
উত্তর: বাংলাদেশ সেনাবাহিনী


16. প্রশ্ন: নজরুল রচিত একটি বিখ্যাত ইসলামী গজলের নাম কী?
উত্তর: “রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ”


17. প্রশ্ন: নজরুল ইসলামের গানে কোন বাদ্যযন্ত্রের প্রভাব বেশি?
উত্তর: হারমোনিয়াম, তবলা


18. প্রশ্ন: ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত?
উত্তর: মুসলিম জাগরণ ও রাজনৈতিক চেতনার প্রেক্ষাপটে

19. প্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতার বিখ্যাত চরণ কী?
উত্তর: “আমি চিরবিদ্রোহী বীর”


20. প্রশ্ন: নজরুলের গানে প্রধানত কোন বিষয়ের প্রাধান্য?
উত্তর: প্রেম, বিদ্রোহ, মানবতা, ধর্মীয় সম্প্রীতি


---

🔹 রচনাসমূহ

21. প্রশ্ন: নজরুলের প্রথম প্রকাশিত গল্প কী?
উত্তর: বাউণ্ডুলের আত্মকাহিনী


22. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের রচিত প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: বাঁধনহারা


23. প্রশ্ন: ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার কারণে নজরুলের কী হয়েছিল?
উত্তর: কবিতাটি ব্রিটিশবিরোধী হওয়ায় তিনি কারাবরণ করেন


24. প্রশ্ন: নজরুল কারাগারে কোন কবিতাটি রচনা করেন?
উত্তর: মুক্তি


25. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তর: যুগবাণী


26. প্রশ্ন: ‘নারী’ প্রবন্ধে নজরুল নারীর কেমন অবস্থান চেয়েছিলেন?
উত্তর: নারীকে পুরুষের সমান মর্যাদাসম্পন্ন সহচর হিসেবে দেখতে চেয়েছেন


27. প্রশ্ন: নজরুল রচিত নাটকের নাম কী?
উত্তর: বুদ্ধদেব, ঝিলিমিলি, পুতুলের বিয়ে ইত্যাদি


28. প্রশ্ন: নজরুল ইসলামের কাব্য-অগ্নিবীণা উৎসর্গ করা হয়েছিল কাকে?
উত্তর: বসন্তকুমারী


29. প্রশ্ন: ‘নতুন চাঁদ’ কোন ধরনের রচনা?
উত্তর: কবিতা

30. প্রশ্ন: ‘রুদ্র মঙ্গল’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম

---

🔹 সমাজ ও দর্শন

31. প্রশ্ন: নজরুলের সাহিত্য ধর্মীয়ভাবে কেমন ছিল?
উত্তর: অসাম্প্রদায়িক, হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক

32. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কোন সাময়িকী সম্পাদনা করতেন?
উত্তর: ধূমকেতু

33. প্রশ্ন: ‘ভাঙার গান গাইতে গাইতে গড়ার গান গাইব’ — কার উক্তি?
উত্তর: কাজী নজরুল ইসলাম

34. প্রশ্ন: নজরুল ইসলাম কোন শ্রেণির কবি ছিলেন?
উত্তর: বিপ্লবী ও মানবতাবাদী

35. প্রশ্ন: নজরুলের ধর্মীয় গানগুলোকে কী বলা হয়?
উত্তর: গজল ও ভক্তিগীতি

36. প্রশ্ন: নজরুল কতবার কারাবরণ করেন?
উত্তর: একাধিকবার; প্রথমবার ১৯২৩ সালে

37. প্রশ্ন: ‘কাবার পথে’ কবিতাটি কোন ধর্মীয় ভাবধারায় রচিত?
উত্তর: ইসলাম ধর্ম

38. প্রশ্ন: নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী কোন দিন পালিত হয়?
উত্তর: ২৯ আগস্ট

39. প্রশ্ন: নজরুলের স্মরণে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান আছে?
উত্তর: নজরুল ইনস্টিটিউট, ঢাকা

40. প্রশ্ন: নজরুল ইসলামের জীবনীভিত্তিক চলচ্চিত্রের নাম কী?
উত্তর: বিদ্রোহী পদচিহ্নে (ডকুমেন্টারি ধাঁচে)

image
6 ث ·ترجم

১২৪.

وَإِذِ ٱبۡتَلَىٰٓ ءَابۡرَٰهِيمَ رَبُّہُۥ بِكَلِمَـٰتٍۢ فَأَتَمَّهُنَّ ۖ قَالَ إِنِّى جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًۭاۖ قَالَ وَمِن ذُرِّىَّتِى ۖ قَالَ لَا يَنَالُ عَهۡدِى ٱلظَّـٰلِمِينَ
📘 বাংলা অনুবাদ:
“আর যখন তার প্রতিপালক ইব্রাহিমকে বিভিন্ন পরীক্ষায় আরোপ করলেন, তিনি তা উত্তীর্ণ করলেন; তখন তিনি বললেন, ‘নিশ্চয়ই আমি তোমাকে মানুষদের জন্য এক নেতা (ইমাম) বানাব।’ তিনি বললেন, ‘আর আমার বংশের মধ্য থেকে?’ তিনি বললেন, ‘আমার অঙ্গীকার অস্বীকারকারী ও অত্যাচারীদের জন্য নয়।’”

-- সুরা আল-বাকারা (আয়াত ১২৪ )

6 ث ·ترجم

গল্প : শ্যাওড়াগাছের পেত্নী

দ্বিতীয় পাঠ
শ্যাওড়াগাছটার নিচে পৌঁছাতেই সুহাসের গা ছমছম করে উঠল। চারপাশটা হঠাৎ করেই যেন বেশি ঠান্ডা হয়ে গেল। বাতাসের কোনো শব্দ নেই, ঝিঁ ঝিঁ পোকার ডাকও থেমে গেছে। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। সুহাস একটু ভয় পেলেও সাহসের ভান করে এগিয়ে চলল। হঠাৎ তার কানে এলো নুপুরের হালকা রুনুঝুনু শব্দ। সে চমকে দাঁড়িয়ে গেল। আশেপাশে তো কেউ নেই! তাহলে শব্দটা আসছে কোথা থেকে? সে ভাবল, হয়তো মনের ভুল। কিন্তু শব্দটা আবার হলো, এবার আরও স্পষ্ট। মনে হচ্ছে, কেউ যেন তার পেছন পেছন আসছে। সুহাস দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। কিন্তু নুপুরের শব্দটাও তার সঙ্গে সঙ্গে দ্রুত হতে লাগল। সে আর সাহস করে পেছনে তাকাতে পারল না। প্রায় দৌড়ে সে নিজের থাকার জায়গায় পৌঁছাল। দরজা বন্ধ করে হাঁপাতে লাগল। সেই রাতে তার ঘুম এলো না। বারবার কানে বাজছিল সেই নুপুরের শব্দ আর নাকে আসছিল সেই পচা গন্ধটা। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, সবই তার মনের বিকার, অতিরিক্ত ক্লান্তির ফল।

সে নিজেকে যতই বোঝানোর চেষ্টা করুক, তার অবচেতন মন জানত, সেই রাতের আতঙ্কটা কেবল শুরু হয়েছিল মাত্র।

#রহস্যময় গল্প 😱😱😱

image