ভাস্কর্যে মুক্তিযুদ্ধ | #ভাস্কর্যে মুক্তিযুদ্ধ
ভাস্কর্যে মুক্তিযুদ্ধ | #ভাস্কর্যে মুক্তিযুদ্ধ
পুরনো রেডিও (The Old Radio)
ডায়েরির পাতা থেকে: এক পরিবার তাদের নতুন কেনা পুরনো বাড়িতে একটি অ্যান্টিক রেডিও খুঁজে পায়। একদিন কৌতুহলের বশে সেটি চালু করতেই তারা অবাক হয়ে যায়। রেডিওটি কোনো স্টেশন ধরার বদলে শুধু কান্নার আওয়াজ, আর্তনাদ এবং সাহায্য প্রার্থনার শব্দ প্রচার করতে থাকে। গবেষণার পর তারা জানতে পারে, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে একটি বাংকার ছিল, যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল এবং তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই রেডিওটি আসলে কোনো ফ্রিকোয়েন্সি নয়, বরং সেই মৃত মানুষগুলোর শেষ মুহূর্তের আর্তনাদ ও কষ্টকে ধারণ করে রেখেছে। প্রতি রাতে সেই আর্তনাদ আরও স্পষ্ট হতে থাকে।
.
.
#পুরনোরেডিও #ভৌতিকগল্প #ghostradio #banglahorror #hauntedsound #freedomandghosts #মুক্তিযুদ্ধেরগল্প #অতৃপ্তআত্মা #বাংলাগল্প #creepyradio