চতুর্থ দরজা
নিলয় পুরোনো বাড়ি কিনেছে শহরের এক প্রান্তে—দাম খুব কম, যদিও চমৎকার স্থাপত্য। কিন্তু একটা অদ্ভুত বিষয় সে খেয়াল করল—তিনটা ঘরের দরজা থাকলেও ভেতর থেকে একটা চতুর্থ দরজার শব্দ আসে মাঝেমধ্যে… যেন কেউ ধাক্কা দিচ্ছে ভিতর থেকে।
প্রথমে ভেবেছিল ইঁদুর, পরে বাতাস। কিন্তু প্রতি রাতেই ঠিক ২টা ১৭ মিনিটে সেই শব্দটা হয়। একরাতে সাহস করে সে দরজার শব্দ পেছনের দেয়ালে কান পেতে শুনল—এইবার গলা!
“আমি এখনও আটকে আছি… খোলো...”
নিলয় ছুটে গিয়ে হাতুড়ি দিয়ে সেই দেয়াল ভাঙতে শুরু করল। কয়েক ইঞ্চি ভাঙতেই দেখা গেল একটা আস্ত দরজা—চতুর্থ দরজা।
দরজাটা খোলার সময় হঠাৎ বাতি নিভে গেল। দরজা খুলতেই ভেতর থেকে ঠাণ্ডা বাতাস আর ধুলো উড়ে এল।
কিন্তু দরজার পেছনে কেউ নেই।
শুধু একটা আয়না। আর তাতে দেখা যাচ্ছে নিলয়ের প্রতিচ্ছবি...
...কিন্তু আয়নার নিলয় হাসছে।
Parag22
এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো,
‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’
পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,
‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’
জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?