14 i ·Översätt

ঘড়ির উল্টোটা

রাত্রি ১২টা ৪৪ মিনিট। তানভীর ঘুম থেকে উঠলো হঠাৎ একটা শব্দে—ঘড়ির কাঁটা যেন উল্টো দিকে ঘুরছে। প্রথমে মনে করলো স্বপ্ন দেখছে, কিন্তু বিছানার পাশে রাখা টেবিল ঘড়ির কাঁটাগুলো সত্যিই পিছিয়ে যাচ্ছে!

সে জানে, এই ঘড়িটি তার দাদার ছিল—একজন রহস্যময় বিজ্ঞানী, যিনি সময় নিয়ে নাকি পরীক্ষা করতেন। দাদার মৃত্যুর পর ঘড়িটি তারই ঘরে রেখে যায়।

পরদিন সকালে, তানভীর আবিষ্কার করলো তার দরজা তালাবদ্ধ, অথচ সে কখনো বন্ধ করেনি। জানালার বাইরে সবকিছু চলেছে আগের দিনের মতো—একেবারে হুবহু। পত্রিকার তারিখও আগের দিনের! সে বুঝে গেল, সময় আসলে পেছনে ফিরে যাচ্ছে।

দিন যতই পেছাতে থাকে, ততই সে নিজেকে ছোট হতে দেখতে পায়—মনে পড়ে না বিগত কিছু স্মৃতি, নতুন করে পুরনো ঘটনা ঘটছে। একদিন সে আবার শিশু হয়ে যায়। এরপর আর কিছুই মনে নেই।

সেই দিন থেকে তানভীরকে আর কেউ দেখেনি। শুধু তার ঘরে পড়ে থাকে সেই ঘড়ি—যেটা এখনও ধীরে ধীরে পেছাচ্ছে।

ঘরের দরজায় লেখা আছে এক লাইন:
"যে সময় নিয়ে খেলে, সে সময়েই হারিয়ে যায়…"

#sifat10

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।