গল্প: শূন্য থেকে অসীম
পর্ব ৫: প্রথম বড় চ্যালেঞ্জ
কলেজের প্রথম দিন রাহুলের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিলো। সব কিছুই ছিলো নতুন—শিক্ষকরা, পাঠক্রম, সহপাঠীরা। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো নিজেকে মানিয়ে নেওয়া। অনেকেই ছিলো গরীবের তুলনায় বেশি সুযোগ সুবিধা নিয়ে এসেছে, তাদের সঙ্গে প্রতিযোগিতা কঠিন।
রাহুল জানতো, এই পথই তাকে আরও শক্তিশালী করবে। প্রথম সপ্তাহেই তার একটা বড় প্রজেক্ট কাজ দেওয়া হলো, যেখানে সে আর তার দলকে নতুন ধরনের সফটওয়্যার তৈরি করতে হবে। দলবদ্ধ কাজ ছিলো তার জন্য নতুন, কারণ তার সঙ্গে ছিলো ভিন্ন ভিন্ন ধরণের মানুষ—কেউ গর্বিত, কেউ অহংকারী।
তবে রাহুল হাল ছাড়ল না। সে দিনের পর দিন ল্যাবরুমে বসে কোডিং করল, নতুন নতুন সমস্যা সমাধান করল। রাত জাগা, হতাশা, আবার নতুন উদ্দীপনা—সবই মিশ্রিত হয়ে গেলো তার এই যাত্রায়।
একদিন প্রজেক্টের বড় একটি ভুল ধরা পড়ল, যা তাকে অনেক সময় ও আত্মবিশ্বাস খুইয়ে দিল। কিন্তু সে জানত, হার মানা তার গুণ নয়। সে আরেকবার বসে পরিকল্পনা বদলালো, সহপাঠীদের সাহায্য নিলো, এবং ধীরে ধীরে প্রজেক্টকে সঠিক পথে নিয়ে গেল।
যেদিন প্রজেক্ট সফল হলো, সেদিন তার চোখে জল এসে গেলো। শুধু নিজের জন্য নয়, তার পরিবারের জন্য, শহরের জন্য, আর সবচেয়ে বেশি তার সেই শূন্য থেকে অসীমে ওঠার যাত্রার জন্য।
রাহুল বুঝতে পারল, বড় হওয়ার পথেই আসল চ্যালেঞ্জ থাকে। আর সে প্রস্তুত ছিলো এগিয়ে যাওয়ার জন্য।
#sifat10
mdalamingazi
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?