নীল আকাশে ভেসে চলে
মেঘের মতো স্বপ্ন গলে।
ছায়ার মাঝে আলো খেলে,
মনটা আমার গানে মেলে।
পাখির ডাকে ভোরের স্বাদ,
নদীর জলে শান্তি বাঁধ।
বুকের মাঝে স্মৃতিরা বাজে,
ভালোবাসা রইল সাঝে।
গোধূলির রঙে আঁকা পথ,
হারিয়ে যায় ব্যাকুল চেত।
প্রেমের কথা বাতাস জানে,
চিরদিন সে হৃদয়ে মানে।
ছোট্ট কবিতা, প্রাণের ভাষা,
বাংলার ছোঁয়া, মায়ার আশ্রয়-বাসা।
Shefaliakter
Deletar comentário
Deletar comentário ?
hanif ahmed Romeo
Deletar comentário
Deletar comentário ?