ছোটোবেলার স্মৃতিগুলো যেন রঙিন ছবির অ্যালবাম—মাটির গন্ধ, কাঁচা রাস্তা, বিকেলের খেলাধুলা, চুপিচুপি লুকিয়ে রাখা হাসিগুলো আজও মনে পড়ে। তখনকার আনন্দ ছিল নিখাদ, ছিল না কোনো চিন্তা বা দুঃখের ছায়া। এক টুকরো মেঘের পেছনে দৌড়ানো, বৃষ্টিতে ভিজে যাওয়া, আর সন্ধ্যাবেলা দাদুর গল্পে হারিয়ে যাওয়া—সব কিছুই যেন এখনো হৃদয়ে গেঁথে আছে। সেই দিনগুলোই ছিল জীবনের আসল রত্ন।