গল্প: সত্যের জয়
রাহাত ছিল এক সৎ ছাত্র। একদিন পরীক্ষার সময় তার পাশে বসা একজন বন্ধু তাকে নকল করতে বলে। রাহাত রাজি হয় না। পরীক্ষার শেষে সেই বন্ধু ব্যর্থ হয়, আর রাহাত ভালো ফল করে।
পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষক বললেন, "সত্যিকারের যোগ্যতা কখনো লুকিয়ে থাকে না। যারা নিজের পরিশ্রমে এগোয়, তারাই জীবনে সফল হয়।" বন্ধুটিও লজ্জা পায় এবং রাহাতের কাছে ক্ষমা চায়।
রাহাত তাকে ক্ষমা করে ও পরবর্তীতে পড়াশোনায় সাহায্য করে। দুইজনই এরপর পরিশ্রম করে ভালো রেজাল্ট করে।
শিক্ষণীয় দিক: সৎ থাকা কঠিন হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সত্য ও পরিশ্রমই মানুষকে সম্মান ও সফলতা এনে দেয়।
Sajjat12
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?