গল্প: পরিশ্রমের ফল
রিনা ও মিতা দুই বান্ধবী। পরীক্ষার আগে রিনা প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করত, আর মিতা বলত, “শেষের দিকে একটু পড়লেই হবে।”
পরীক্ষা শেষ হলে মিতা চিন্তায় পড়ে যায়—সব প্রশ্ন ভালোভাবে দিতে পারেনি। রিনা আত্মবিশ্বাসী ছিল, কারণ সে নিয়মিত পড়েছিল।
ফলাফল প্রকাশের দিন রিনা প্রথম হয়, আর মিতা মাঝামাঝি অবস্থানে থাকে। মিতা লজ্জায় পড়ে যায়, রিনাকে বলে, “তুই ঠিক করেছিলি, নিয়মিত পড়লে চাপ থাকে না।”
রিনা হেসে বলে, “আজ থেকে তুইও পারবি, শুধু নিয়ম ধরে চললেই হবে।”
শিক্ষণীয় দিক: পরিশ্রম ও নিয়মিত চর্চা ছাড়া সাফল্য সম্ভব নয়। শেষ মুহূর্তের চেষ্টা সব সময় ফল দেয় না।
Robin Khan
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
Raj000
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?