13 میں ·ترجمہ کریں۔

〇ლ__♥❤💙💙ফুল ফোটে আগুনেও, ঝড়েও ।〇ლ__♥❤💙💙

5 گھنٹے ·ترجمہ کریں۔

আজ সৃষ্টি সুখের উল্লাসে-
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে-
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার -ভাঙা কল্লোলে।
আসল হাসি, আসল কাঁদন
মুক্তি এলো, আসল বাঁধন,
মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে।
ঐ রিক্ত বুকের দুখ আসে-
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আসল উদাস, শ্বসল হুতাশ
সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,
ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,
গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে!
ঐ ধূমকেতু আর উল্কাতে
চায় সৃষ্টিটাকে উল্টাতে,

আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,
মদন মারে খুন-মাখা তূণ
পলাশ অশোক শিমুল ঘায়েল
ফাগ লাগে ঐ দিক-বাসে
গো দিগ বালিকার পীতবাসে;

আজ রঙ্গন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!
আজ কপট কোপের তূণ ধরি,
ঐ আসল যত সুন্দরী,
কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন,
কেউ মানিনী চোখের জলে বুক ভাসে!
তাদের প্রাণের ‘বুক-ফাটে-তাও-মুখ-ফোটে-না’ বাণীর বীণা মোর পাশে
ঐ তাদের কথা শোনাই তাদের
আমার চোখে জল আসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!

আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর,
আসল নিকট, আসল সুদূর
আসল বাধা-বন্ধ-হারা ছন্দ-মাতন
পাগলা-গাজন-উচ্ছ্বাসে!
ঐ আসল আশিন শিউলি শিথিল
হাসল শিশির দুবঘাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আজ জাগল সাগর, হাসল মরু
কাঁপল ভূধর, কানন তরু
বিশ্ব-ডুবান আসল তুফান, উছলে উজান
ভৈরবীদের গান ভাসে,
মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে।

মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে।
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!!

======

image
image
6 میں ·ترجمہ کریں۔

গল্প ৩: শ্যাওড়া গাছের পেত্নী

রাস্তার ধারে বিশাল এক শ্যাওড়া গাছ। গ্রামের লোকেরা বলত, ওটা পেত্নীর আস্তানা। অমাবস্যার রাতে ওদিক দিয়ে কেউ যেত না। কিন্তু শহরের ছেলে আকাশ এসব বিশ্বাস করত না। সে বাইক নিয়ে বন্ধুদের সাথে বাজি ধরেছিল, রাত বারোটায় ওই গাছের নিচ দিয়ে যাবে। বন্ধুদের বারণ সত্ত্বেও সে রওনা দিল। গাছের কাছাকাছি আসতেই বাইকের হেডলাইটটা নিভে গেল। আকাশ বাইক থামিয়ে টর্চ জ্বালতেই দেখল, গাছের একটা ডাল থেকে সাদা শাড়ি পরা একটা ছায়ামূর্তি ঝুলছে, তার পা দুটি উল্টো দিকে ঘোরানো। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়াতে লাগল। আকাশ ভয়ে চিৎকার করে বাইক ফেলে দৌড়াতে শুরু করে। তার জ্ঞান ফেরে পরের দিন সকালে, গ্রামের এক মন্দিরের সামনে। সেই থেকে তার মুখে আর কথা ফোটেনি।

#পেত্নী #গ্রামেরভূত #শ্যাওড়াগাছ #ভৌতিকগল্প #bengalighoststory

6 میں ·ترجمہ کریں۔

🏖️🏖️🏖️🏖️🏜️সকাল ঝিলিক বুকে নতুন স্বপ্ন জাগে,
রোদের আলোর ছোঁয়ায় প্রাণ যেন নাচে।
ফুল ফোটে হাসিমাখা বাগানে,
মনের কোণে বাজে আনন্দের সুরেলা গান।

পাখির ডাকে ভরে ওঠে আকাশ,
প্রেমের মাধুরীতে মিশে যায় সব কষ্ট-আকাশ।
হৃদয়ে বয়ে চলে সুখের স্রোত,
জীবনের পথে ছড়ায় আলো ও স্নেহের মোত।

বন্ধুর হাসি, পরিবারে শান্তি,
প্রতিটি মুহূর্ত যেন মধুর বার্তা বয়ে আনে।
সুখের স্পর্শে মাখা জীবনের ঢেউ,
আনন্দের ঝর্ণা বয়ে যায় সবার মনের দেশে।

6 میں ·ترجمہ کریں۔

🤡রৌদ্রের হাসিতে ভরে উঠে সকাল,
প্রকৃতির আঁচলে গায় নতুন প্রাণ।
ফুল ফোটে পথে, বাজে পাখির গান,
মন খুশির সুরে ভাসে নানা রং।

হাওয়ার স্পর্শে নাচে সোনালী পাতারা,
আলোর ঝলকে জাগে আনন্দের ছায়া।
প্রতিটা মুহূর্তে বাঁধে নতুন আশা,
হৃদয়ে ফুটে উঠে প্রেমের ভাষা।

বন্ধুর হাসি, পরিবারের মধুর কথা,
জীবনের প্রতিটা ক্ষণ মনে রাখে সুখের ছোঁয়া।
আলোর পথে হাঁটি, হাতে হাত ধরে,
শান্তির বুকে ঘুমায় ভালোবাসার পরশ।

শুভ্রতার মাঝে মিশে থাকে স্নিগ্ধতা,
সুখের ছোঁয়ায় রাঙে জীবনের গাথা।
এ জীবন ভালোবাসার মেলবন্ধনে,
শান্তির আলো ছড়ায় মন-প্রাণে।

6 میں ·ترجمہ کریں۔

🌍🌍🌍আলো ঝলমলে ভোরের হাসিতে,
জীবনের পথ সোনালী আলোয় ভরে যায়।
ফুল ফোটে মন আমার আনন্দে,
প্রেমের সুরে মন ভরে গান গায়।

সুখের বৃষ্টি পড়ে হৃদয়ে বারংবার,
হাসির ঝর্ণা বয়ে যায় আশার ধারায়।
বন্ধুদের পাশে, ভালোবাসার ছোঁয়ায়,
জীবন খেলে সুরেলা রঙিন ছবি আঁকে।

স্বপ্নেরা পূরণ হয় ভালোবাসায়,
প্রতিটি দিন ভরে ওঠে আনন্দে।
এই সুখের মুহূর্ত ধরে রাখতে চাই,
জীবনের প্রতিটি পদক্ষেপ হোক মধুর সাধনা।