বদরুল গ্রামের এক অদ্ভুত ছেলে। মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া ঘোরে, কিন্তু অধিকাংশই গরু হাসাবে এমন! একদিন সে ভাবল, “সবাই তো কুকুর বা বিড়াল পালে, আমি পালব এক স্মার্ট মোরগ!”
সে এক বিশাল মোরগ কিনে আনল, নাম রাখল—“রকেট”। রকেট দেখতে যেমন রাজকীয়, আচরণে তেমনই উল্টো। সে কারও কথা শোনে না, ভোরে ডাক না দিয়ে বিকেলে ডাকে, আর সুযোগ পেলেই বদরুলের জুতা লুকায়!
বদরুল ঠিক করল, সে রকেটকে প্রযুক্তিতে ট্রেইন করবে। সে মোরগের গলায় একটি ছোট স্পিকার লাগাল, আর মোবাইল অ্যাপে প্রোগ্রাম করল: “সকাল ৬টা বাজলেই ‘কুকুরুকু’ বলবে।”