13 که در ·ترجمه کردن

বদরুল গ্রামের এক অদ্ভুত ছেলে। মাথায় সবসময় নতুন নতুন আইডিয়া ঘোরে, কিন্তু অধিকাংশই গরু হাসাবে এমন! একদিন সে ভাবল, “সবাই তো কুকুর বা বিড়াল পালে, আমি পালব এক স্মার্ট মোরগ!”

সে এক বিশাল মোরগ কিনে আনল, নাম রাখল—“রকেট”। রকেট দেখতে যেমন রাজকীয়, আচরণে তেমনই উল্টো। সে কারও কথা শোনে না, ভোরে ডাক না দিয়ে বিকেলে ডাকে, আর সুযোগ পেলেই বদরুলের জুতা লুকায়!

বদরুল ঠিক করল, সে রকেটকে প্রযুক্তিতে ট্রেইন করবে। সে মোরগের গলায় একটি ছোট স্পিকার লাগাল, আর মোবাইল অ্যাপে প্রোগ্রাম করল: “সকাল ৬টা বাজলেই ‘কুকুরুকু’ বলবে।”

9 ساعت ·ترجمه کردن
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
12 ساعت ·ترجمه کردن

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

12 ساعت ·ترجمه کردن

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

12 ساعت ·ترجمه کردن

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

12 ساعت ·ترجمه کردن

প্রথমেই বলা যায়, লজ্জাপতি গাছের মূল, পাতা, বীজ, এমনকি গোড়ার ছালও নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের প্রধান গুণগুলোর মধ্যে একটি হলো এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল (ব্যাকটেরিয়া নাশক) গুণ। পাতা বেটে ক্ষতের উপর লাগালে এটি ঘা শুকাতে সাহায্য করে এবং ইনফেকশন রোধ করে।