10 w ·Translate

গল্প: বুদ্ধিমান গাধা

একবার এক গাধা বাজার থেকে লবণ বোঝাই করে নদীর উপর দিয়ে ফিরছিল। হঠাৎ সে পা পিছলে নদীতে পড়ে যায়। ব্যাগের লবণ পানিতে গলে হালকা হয়ে যায়। গাধা খুশি! “বাহ! পড়লে বোঝা কমে যায়!”

পরদিন সে আবার লবণ নিয়ে সেই পথ ধরে। এবার ইচ্ছা করেই নদীতে লাফ দেয়। আবার লবণ গলে যায়!

তৃতীয় দিন মালিক বিষয়টি বুঝে যায়। এবার সে লবণের বদলে তুলো ভরে দেয়। গাধা আবার পানিতে লাফ দেয়, কিন্তু এবার তুলো পানিতে ভিজে গিয়ে আরও ভারী হয়ে যায়!

গাধা হাঁপাতে হাঁপাতে বোঝে—চতুরতা সব সময় কাজে আসে না!

শিক্ষণীয় দিক: অন্যকে ঠকাতে গেলে অনেক সময় নিজেরই ক্ষতি হয়। বেশি চালাকি সব সময় বুদ্ধিমানের কাজ নয়।