13 u ·Prevedi

বন্ধ জানালা

তিথি সদ্য শহরে নতুন ফ্ল্যাটে উঠেছে। বাড়িটা পুরনো হলেও ভাড়া কম, তাই সে বেশি ভাবেনি। তার ঘরের এক পাশে একটা জানালা আছে, যেটা সবসময় বন্ধ—জং ধরা, খোলা যায় না। ফ্ল্যাট মালিক বলেছিলো, “ওটা খুলতে নেই, পুরনো কাঠ নড়বড়ে, পড়ে যেতে পারে।”

তিথি প্রথমে আমল দেয়নি। কিন্তু কয়েকদিন পর থেকেই কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। প্রতিরাতে ঘুমাতে গেলে মনে হয়, কেউ যেন জানালার ও পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। জানালা দিয়ে আলো আসেনি কখনো, শুধু অন্ধকার। আবার কখনো মাঝরাতে জানালার কাছ থেকে ভেসে আসে এক ফিসফিসানি—“তুই কি আমাকে দেখতে পাবি?”

তিথি ভয় পায়, কিন্তু সাহস করে একদিন জানালার পাটে হাত দেয়। ধুলো ঝরতে থাকে, কাঠে ছ্যাঁকা খায় আঙুল। হঠাৎ সে দেখে, জানালার কোণে আঁকা ছোট একটা প্রতিকৃতি—এক কিশোরী, চোখে বিষণ্নতা। নিচে লেখা—“মীনু, ১৯৮৩।”

পরদিন তিথি নিচের বৃদ্ধ দারোয়ানকে জিজ্ঞেস করে। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলে, “এই ঘরে এক মেয়ে থাকতো… অনেক বছর আগে। একদিন জানালার পাশেই আত্মহত্যা করেছিলো। বলে, তার আত্মা জানালার ওপাশে রয়ে গেছে। তাই জানালাটা বন্ধ করে দেওয়া হয়। যে খোলে, সে নাকি স্বপ্নে দেখতে পায় তাকে—আর তারপর…”

সেই রাতে তিথির ঘুম ভাঙে গা শিউরে ওঠা এক শব্দে—জানালার খড়খড়ানি। কিন্তু সে তো বন্ধই ছিলো! আলো জ্বালিয়ে দেখে, জানালাটা সামান্য ফাঁক হয়ে আছে। আর জানালার কাচে জমে থাকা ধুলোর মাঝে লেখা—“তুই দেখতে পারিস তো, তিথি?”

তিথি আর এক মুহূর্তও না ভেবে ফ্ল্যাট ছেড়ে চলে যায়। সেই জানালা আজও বন্ধ, কিন্তু মাঝে মাঝে কেউ বলে, ফিসফিস করে শোনা যায় এক কিশোরীর প্রশ্ন—“তুই কি দেখতে পাবি আমাকে?”

#sifat10

31 m ·Prevedi

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
32 m ·Prevedi

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
33 m ·Prevedi

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
33 m ·Prevedi

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image