13 i ·Översätt

গরুর হাড় ও সোনা

নিমাই চাষা ছিল সৎ, পরিশ্রমী, কিন্তু দরিদ্র। গ্রামের দক্ষিণের খেতগুলোতে সে চাষ করত, যেগুলো অন্যেরা ত্যাগ করেছিল “অশুভ” বলে। একদিন সে হাল দিচ্ছিল, হঠাৎ লাঙ্গলের ফলায় ঠক করে কিছু একটা বাধে। খুঁড়ে দেখে—মাটির নিচে একগুচ্ছ গরুর হাড়, আর তার মাঝখানে কাপড়ে মোড়া একটা পুঁটলি। খুলে দেখে, তাতে কয়েকটি সোনার কড়ি!

সে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে শলা করে। স্ত্রী বলে, “ওগুলো নিশ্চয়ই কারও সম্পদ ছিল, ভুল করে মাটিতে চাপা পড়ে গেছে। রেখে দে, কেউ চাইলে ফেরত দিস।” কিন্তু সেদিন রাত থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা।

প্রথম রাতে ঘরে বাজে শব্দ হয়—গরুর ঘন্টা, চাপা গোঙানির মতো। দ্বিতীয় রাতে উঠোনে চিহ্ন দেখা যায়, যেন কেউ খুর টেনে গেছে। তৃতীয় রাতে, নিমাই স্বপ্ন দেখে—এক বৃদ্ধ বলছে, “যে গরুদের তুমি disturb করেছো, তারা ছিল দানের পশু। তুমি কড়িগুলো ফেরাও, নয়তো এই শব্দ থামবে না।”

ভয়ে নিমাই পরদিন গিয়ে হাড়গুলো পুঁতে দেয় আগের জায়গায়। কড়িগুলো সে মন্দিরে দান করে দেয়। রাতের পর রাত, আর কোনও শব্দ শোনা যায় না।

গ্রামে একটা কথা চালু আছে এখনো—“মাটির নিচের জিনিস সব সময় সোনা নয়, কখনও তা ইতিহাস, কখনও তা আত্মা।”

#sifat10

24 m ·Översätt

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
25 m ·Översätt

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
26 m ·Översätt

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
27 m ·Översätt

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Översätt

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image