সেই বৃদ্ধ লোকটির কথা রাখল এবং তার মেয়েকে বিয়ে করল। কয়েক বছর পর বৃদ্ধ লোকটি মারা গেল, সে কাপড়ের দোকানের মালিক হয়ে গেল। পরবর্তীতে বৃদ্ধের থাকা সকল সম্পদ যুবকটি দেখাশোনা করতে লাগলো এবং প্রচুর সম্পদের মালিক হলো। যুবকটি যতখানি আল্লাহর কাছে চেয়েছিল তার চাইতে কয়েক গুণ বেশি সে পেল যা কখনো সে কল্পনাও করেনি।
গল্প থেকে শিক্ষাঃ আমাদের কখনোই অধৈর্য বা ধৈর্য হারানো উচিত নয়। কখনো হাত গুটিয়ে বসে না থেকে পরিশ্রম করা উচিত। নিশ্চয় পরিশ্রম করতে গিয়ে কখনো না কখনো আল্লাহ প্রত্যেকেই সফলতা দেন। সেটা যে কোন কিছুর মাধ্যমে হতে পারে। তবে ধৈর্য রাখতে হবে, বিশ্বাস করতে হবে, ইবাদত করতে হবে।
ইসলামিক শিক্ষনীয় ছোটগল্প ।। ঈমানদার ব্যাক্তির প্রতি আল্লাহর রহমত।।
একদা এক ব্যবসায়ী ছিল, ব্যবসায়টি ছিল অত্যন্ত সৎ। ব্যবসায়ীটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন সৎ ভাবে ব্যবসা করতেন। অসহায় ও দরিদ্র ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করতেন। তিনি প্রচুর অর্থ ও বড় ব্যবসায়ী ছিলেন না কিন্তু অসহায় ব্যক্তিদের সহযোগিতা ও সাহায্য করতেন। অন্যান্য ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি টাকার খাদ্যদ্রব্য বিক্রয় করত,
কিন্তু তার মত অসহায়দের সাহায্য সহযোগিতা করত না। তবে তিনি তাতেই সন্তুষ্ট ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আল্লাহর কাছে দোয়া করতেন যাতে তিনি হালাল রিজিক আয় করতে পারেন। তার দোকানে প্রতিদিন অসহায় ব্যক্তিরা আসা শুরু করল। অসহায় ব্যক্তিদের তিনি অল্প কিছু পরিমাণ করে খাবার ও খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করতেন কিন্তু কোন টাকা নিতেন না।
এভাবে বেশ কয়েক বছর পেরিয়ে গেল। হঠাৎ করে একদিন একটি প্রতিষ্ঠানের পরিচালক আসলেন তার সাথে দেখা করতে। তিনি ব্যবসায়ীকে বললেন আমি অনেক দূর থেকে এসেছি। আমার একটি প্রতিষ্ঠান আছে সেখানে কয়েক হাজার শিক্ষার্থী আছে। আমি শুনেছি আপনি অনেক দয়ালু মানুষ, আপনি অসহায় দরিদ্রদের সাহায্য সহযোগিতা করেন,
খাবার ও খাদ্যদ্রব্য দিয়ে কিন্তু কোন টাকা নেন না। আমি চাই আপনার কাছ থেকে খাদ্যদ্রব্য কিনতে। আমার এই কয়েক হাজার শিক্ষার্থীর প্রতিদিনের যা খাদ্যদ্রব্য প্রয়োজন আমি আপনার কাছ থেকে কিনব যতদিন আমার প্রতিষ্ঠান থাকবে। আমি চাই আমি যে খাদ্যদ্রব্য গুলো কিনব তার লাভের অংশ থেকে আপনি কিছু পরিমাণ টাকা দিয়ে যাতে আরো বেশি অসহায় ও দরিদ্রের সাহায্য সহযোগিতা করতে পারেন।
কেননা আপনার বেশি বিক্রয় হলে বেশি লাভ হবে, আর আপনি সেই টাকা থেকে বেশি পরিমাণ অসহায় ও দরিদ্রদের সাহায্য সহযোগিতা করতে পারবেন। ব্যবসায়টি অত্যন্ত খুশি হলো। ব্যবসায়ী এবং প্রতিষ্ঠান পরিচালকের চুক্তি হলো। ব্যবসায়টি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং অত্যন্ত খুশি হলেন।