সন্ধ্যা

সন্ধ্যা মানেই অন্যরকম এক ভালো লাগা

 রাত শেষে আমি সকাল। সকাল পেরিয়ে দুপুর। দুপুর পেরিয়ে বিকাল এবং বিকাল শেষেই সন্ধ্যা। সন্ধ্যা মানে অন্যরকমের ভালোলাগা। সূর্য পশ্চিম আকাশে নয়ে পরে। আকাশের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে তখন। 

রাস্তায় দেখি কত মানুষ কাজ শেষ করে তার নীড়ে ফিরেছে। পাখিগুলো তার নিজ নিজ বাসায় যায়। আকাশে তারা উড়তে শুরু করে। চার তখন আকাশের দিকে থাকে । আহ কতই না ভালো লাগে। 

সন্ধ্যা হলেই যেন বন্ধুদের বলা হয় চল বন্ধু চা খেতে যাই। চা খেতে খেতেই বন্ধুদের সাথে কত গল্প। সময় পেরিয়ে যাই। রাতে বাসায় ফের হয়। সন্ধ্যা মানেই তো রাতের শুরু। 


Sazid Sheikh

6 Blog Mesajları

Yorumlar

📲 Download our app for a better experience!