বাবা-ছেলে (২)

কতশত সমতি বাবার সাথে ছোট বেলার,চোখ বন্ধ করলেই ভেসে ওঠে।

বাবা-ছেলে (২)

 

বাবা ছেলে কে স্কুলে দিয়ে আসে,তারপর ছেলে ক্লাস থেকে বের হয়ে এসে বলে বাবা স্যার আমাকে মেরেছে।

তখন তার বাবা ক্লাসে গিয়ে ওর স্যারকে বলে আমার ছেলেকে কেনো মেরেছেন।তখন স্যার বললো সে পড়া করেনি তখন তার বাবা বললো তাহলে এটা আমার গাফলতি পড়ে সে স্যারের হাত থেকে বেত নিয়ে নিজের হাতে মারে যা তার ছেলেবাহিরে দাড়িয়ে দেখে।

 

তারপর বাহিরে চলে আসে তখন তার ছেলে বলে বাবা আমি এখন থেকে সব পড়া করবো।

 

রাতে খাওয়াদাওয়ার সময় ছেলে তার মায়ের কথা মনে করে মন খারাপ করে তাই তার বাবা তাকে তারা দেখিয়ে বলে এটা ওর মা এমন করে খাবার খাওয়াই।

 

দিনের বেলা বাড়ি এসে থেকে ওর বাবা আর ও হাত ধরে রুমে আসে আর দেখে ওর দাদা আর তার স্যাকেটারি বসে আছে।ওদের দেখে উঠে দাড়া৷আর ওর দাদা ওদের বাবা-ছেলের হাত ধরা দেখে। ওর মা আর ওর বাবার কাল্পনিক দৃশ্য মনে করে যে এভাবে ওর মা আর বাবা একদিন তার বাড়ির আঙিনায় হাত ধরে বিয়ে করে এসে দাড়িয়ে ছিলো।

আর তাদের বিয়ে না মেনে ওর দাদা অনেক কথা শুনায় সব কথার জবাব ওর বাবা দিয়ে ওখান থেকে চলে আসে।

 

তার দাদা ওর বাবার সামনে ভূল স্বীকার করে আর বলে ৬ বছর ধরে সে পস্তায়তাছে।

 

এ বলে তাকে ইমোশনাল করে বাড়ি নিয়ে আসে।তার বাবার সামনে তার দাদা দেখায় সে তার ছেলেকে কত ভালোবাসে,

তার মায়ের ছবি বড়করে দেওয়ালে টাঙানো হয়।

 

তারপর তার শয়তানি কথা নিজে নিজে বলে যে তার বাবাকে এতো এতো ব্যস্ত করবে যে জেনো তারা বাবা ছেhttps://www.aface1.com/edit-blog/13778#google_vignetteলে আলাদা হয়ে যায়।

 

https://youtu.be/luXy9HTVwZw?si=-17RgFNXR-lywbs8


Salma Akter

274 Blog Beiträge

Kommentare

📲 Download our app for a better experience!