দায়িত্ব ও কর্তব্য

দেশের ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য

দেশের ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য

 

আমাদের সমাজে ও পরিবারে বসবাস করতে গিয়ে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। একজন মানুষ হিসেবে আমাদের সবারই দেশের প্রতি ও সমাজের প্রতি দায়িত্ব থাকে।

 

 

 

পরিবারের কেউ এসব দায়িত্ব ও কর্তব্য থেকে কেউ বঞ্চিত হলে বা নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন না করলে সংসারে অশান্তি সৃষ্টি হয়।

 

 

 

যেমন মা বাবার দায়িত্ব ছেলেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তাদের দেখাশোনা করা এবং তাদের ভালো শিক্ষা প্রদান করা। এসব দায়িত্ব সকল বাবা-মায়েরই পালন করতে হয়।

 

 

 

পাশাপাশি বাবা-মায়ের কথা মেনে চলা কাউকে বিপদে সাহায্য করা এটাই ছেলেমেয়েদের কর্তব্য।এই দায়িত্ব শুধু পরিবারে সীমাবদ্ধ নয়।এই দায়িত্ব ও কর্তব্য দেশের প্রতিও থাকা দরকার। তাহলেই আমরা সবাই দেশের ভালো নাগরিক হিসেবে পরিচিতি লাভ করবো।


rony3344

32 مدونة المشاركات

التعليقات