জীবনে অনেক সময় আমরা মনে করি, "ভালো মানুষ হয়ে লাভ কী?"
কিন্তু প্রতিটি ভালো কাজ কোথাও না কোথাও রেখে যায় প্রভাব।
অন্যকে সাহায্য করলে নিজেও মানসিক শান্তি পাই
সময়মতো সেই সহানুভূতি ফিরে আসে
সমাজের পরিবর্তন শুরু হয় একেকটা ভালো কাজ থেকেই
ভালো কাজের ফল দেরি হলেও অমূল্য হয়।