Make a way of happy life

সুখী জীবন: জটিল নয়, সহজ ভাবনায়

জীবনকে আমরা জটিল করে ফেলি নিজেদেরই ভুলে। সুখ চাই, কিন্তু শান্তি খুঁজতে জানি না। প্রতিদিনের দুশ্চিন্তা, চাহিদা আর তুলনার ভিড়ে হারিয়ে যায় একটুখানি হাসি, একটু শান্ত সময়। কিন্তু সত্যি বলতে, সুখ জটিল কিছু না—সুখ হলো সহজভাবে বেঁচে থাকা। কখন সুখী হবো? সুখ আসবে যখন… আপনি নিজের মতো করে দিন শুরু করবেন। কারো সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের গতি মেনে চলবেন। নিজের ভুলকে ঘৃণা না করে শিখে নেবেন। যা নেই তার জন্য আফসোস না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ হবেন। সুখী জীবনের ৩টি চাবিকাঠি: ১. সরলতা – কম থাকলেও শান্তিতে থাকুন। ২. স্বাধীনতা – নিজের মতো ভাবুন, নিজের মতো সিদ্ধান্ত নিন। ৩. সচেতনতা – কী খাচ্ছেন, কী ভাবছেন, কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন—সব কিছুর প্রতি খেয়াল রাখুন।


SM Jahid Hasan

220 Blog Beiträge

Kommentare

📲 Download our app for a better experience!