গল্পের নাম: শেষ ট্রেন
রাত দশটা। স্টেশন প্রায় ফাঁকা। মেঘলা আকাশে হালকা বৃষ্টি পড়ছে। চট্টগ্রামগামী শেষ ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। সবাই ধীরে ধীরে ট্রেনে উঠছে, কিন্তু একজন লোক থমকে দাঁড়িয়ে আছে—তার হাতে একটা চিঠি।
লোকটার নাম মঞ্জুর। পকেটের ভেতর চিঠিটা শক্ত করে চেপে ধরে আছে সে। চিঠিটা তার পুরোনো প্রেমিকা সোহানার কাছ থেকে। পাঁচ বছর পর হঠাৎ সোহানা লিখেছে—"যদি এখনো মনে থাকে, শেষ ট্রেনটা ধরো। আমি অপেক্ষা করব।"
মঞ্জুরের চোখে জল। ট্রেনের হুইসেল বাজল। সিদ্ধান্ত নিতে দেরি হলে আর পৌঁছানো যাবে না। সে দৌড়ে ট্রেনে উঠল। জানালার ধারে বসে বুক ধড়ফড় করতে লাগল।
চট্টগ্রাম স্টেশনে যখন ট্রেন থামে, তখন রাত বারোটা। সব যাত্রী নেমে গেছে। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা।
মঞ্জুর হঠাৎ দেখতে পেল—একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। হাত ভাঁজ করে, একটানা তাকিয়ে আছে তার দিকে।
সোহানা।
পাঁচ বছর, এক চিঠি, আর এক শেষ ট্রেন—তাদের আবার এক করল।