সংসার গড়ে উঠে সম্মান, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। সংসার কারো কাছে অভ্যাস আবার কারো কাছে জীবন এর সব কিছু। কিছু মানুষ সংসার নিয়েই বেঁচে থাকতে চায় সারাজীবন। স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে চায় নিজের পরিবারকে। তাঁরা বুঝতে চায় না পরিবারের বাইরে ও একটা জীবন থাকে।
Nil Pori
40 ব্লগ পোস্ট