এক)
এক যে ছিল প্রজাপতি। প্রজাপতিটা যেমন ছিল দু্ষ্ট তেমনি মিষ্টি।
প্রজাপতিটা গান গাইতে পারতো গুনগুন করে। আর পারতো ডানা মেলে উড়ে উড়ে নাচতে।
তার দুই ডানা জুড়ে ছিল অনেক অনেক রং।
ও য়া ও....
দেখতে কী দারুন সুন্দর।
কত রকম রং!
পাখায় তার লাল রং, নীল রং, হলুদ রং, বেগুনী রং। আরো কতো রং!
(দুই)
প্রজাপতিটা সারাদিন ঘুরে বেড়ায়, এখানে, সেখানে।
বাগানে, নদীর ধারে, সবুজ মাঠে
বাড়ির ছাদে, বারান্দার টবের ফুল গাছে।
কারণ, ফুলের পাপড়িতে বসে পাখা নাড়তে প্রজাপতির খুব ভালো লাগে।
তিড়িং....বিড়িং...থাক...ধিনা.