আমার জীবনের গল্প পর্ব ২

অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে নেওয়া না সম্পূর্ণ আমার জীবনের গল্প ওর বউ হিসেবে তুলে ধরছি

আমি যখন ক্লাস ওয়ানে ভর্তি হলাম প্রাইমারি স্কুলে তখন প্রাইমারি স্কুলের পাশাপাশি আমাকে মসজিদে ইমাম সাহেবের কাছে আরবি পড়ার জন্য ভর্তি করে দিলেন৷ 

তখন আমি মনে করতাম যে একসাথে এতগুলো পড়ার কি দরকার৷ 

কিন্তু এই সময়ে এসে ছি যে বাবা মারা করে সেটা আমাদের জন্য করে ভালোর জন্য করে সমাজে  চলার জন্য ভালো শিক্ষা টাই দেন৷ 

আমি প্রাইমারি স্কুলে ওয়ান টু থ্রি ক্লাস পর্যন্ত অনেক ভালো রেজাল্ট করলাম তারপর আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়ে দিলেন কিন্তু আমি মাদ্রাসায় অতটা ভালো রেজাল্ট না করার কারণে ক্লাস ফোর পর্যন্ত পড়িয়ে ক্লাস ফাইভে ভর্তি করিয়ে দিলেন৷ 

 

এদিকে আমি মসজিদেও আমপারা শেষ করে কোরআন শরীফ ধরলাম 

এবং ক্লাস ফাইভে রেজাল্ট করে আমার প্রাথমিক শেষ করলাম৷ 


Ariful Hasanrakib

146 Blog postovi

Komentari