মুরগি

মুরগি একটু উপকারী প্রাণী। আমাদের ডিম দেয়। কি আমাদের বাচ্চাদের।

 

 

একদিন এক মুরগির বাচ্চা হাঁটতে হাঁটতে জংগলে চলে গেল। জংগলে তার মাথার ওপর একটি ওক গাছের ফল পড়ল। বেচারা মুরগির বাচ্চা বলল, 'আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো!' আমি যাই রাজাকে খবরটা দিয়ে আসি। এই বলে সে হাঁটতে শুরু করল।

 

পথে তার সাথে একটা মুরগির দেখা হলো।

 

মুরগিটি বাচ্চা মুরগিকে জিজ্ঞাসা করল, ' তুমি কোথায় যাচ্ছো?

 

মুরগির বাচ্চা বলল, 'ওহ! আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। রাজার কাছে যাচ্ছি খবরটা দিতে।'

 

মুরগি বলল, ' তুমি যদি চাও আমাকে ও নিয়ে যেতে পারো।

 

ঠিক আছে চল। এবার দুজনেই আবার হাঁটতে শুরু করল।

 

পথে যেতে যেতে দেখা হলো এক হাঁসের সাথে।

 

হাঁসটি মুরগিকে জিজ্ঞাসা করল,' তোমরা কোথায় যাচ্ছো?'

 

মুরগি উত্তর দিল, ' বেচারা বাচ্চা মুরগিটার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। আমরা খবরটা দিতে রাজার কাছে যাচ্ছি।'

 

হাঁস বলল, 'তোমরা যদি চাও তাহলে আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে পারো।'

 

ঠিক আছে চল। মুরগির বাচ্চা, মুরগি, হাঁস একসাথে চলতে শুরু করল।

 

পথে যেতে যেতে তাদের সাথে দেখা হলো এক টার্কির।

 

টার্কি হাঁসকে জিজ্ঞাসা করল, ' তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছো?'

 

হাঁস উত্তর দিল, ' ওহ! বেচারা মুরগির বাচ্চার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে। আমরা যাচ্ছি রাজাকে খবরটা দিতে।'

 

ও আচ্ছা, বলল টার্কি মাথা দুলিয়ে। 'তোমরা যদি চাও তাহলে আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে পারো।

 

ঠিক আছে চল। এবার মুরগির বাচ্চা, মুরগি, হাঁস, টার্কি একসাথে দল বেঁধে চলতে শুরু করল।

 

যেতে যেতে দেখা হলো এক রাজ হাঁসের সাথে।

 

রাজহাঁস এত বড় দল হাঁটতে দেখে বলল, ' তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছো?'

 

টার্কি বলল, ' মুরগির বাচ্চার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে। আমরা যাচ্ছি রাজাকে খবরটা দিতে।'

 

ও আচ্ছা, বলল রাজহাঁস। তোমরা যদি চাও তাহলে আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে পারো।'

 

ঠিক আছে চল। এবার মুরগির বাচ্চা, মুরগি, হাঁস, টার্কি, রাজহাঁস একসাথে চলতে শুরু করল। বেচারা পশুরা রাজাকে খবরটা দিতে যাচ্ছে। কিন্তু তারা কেউ রাজা কোথায় থাকে তা জানতো না।

 

এবার তাদের সাথে দেখা হলো এক শেয়ালের। শেয়ার বলল তোমরা কোথায় যাচ্ছো? রাজহাঁস বলল,' মুরগির বাচ্চার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে। আমরা যাচ্ছি রাজাকে খবরটা দিতে।'

 

শেয়ার একটু ভেবে বলল, ' চল আমি তোমাদের রাজার কাছে নিয়ে যাব।'

 

তারা খুশিমনে শেয়ালের পিছনে পিছনে হাঁটতে লাগলো। শেয়ার তাদের সাথে মিথ্যা কথা বলেছিল। সে তাদেরকে তার গুহায় নিয়ে গেল। তারপর শেয়াল এবং তার বাচ্চারা মিলে মুরগির বাচ্চা, মুরগি, হাঁস, রাজহাঁস, টার্কি সহ সবাইকে মজা করে খেয়ে ফেলল।

 

বেচারা মুরগির বাচ্চা, তার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে, এ খবরটি আর রাজাকে দিতে পারল


ISRAT JAHAN

66 ブログ 投稿

コメント