আমার জীবনের গল্প পর্ব ১৫

অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে নেওয়া না সম্পূর্ণ আমার জীবনের গল্প তুলে ধরছি

আমি একদিন আমার একটা ছোট ভাইয়ের সাথে ছিলাম ভরত রাজার দেউল নামের একটি ঐতিহাসিক জায়গা সেখানে গিয়ে দেখলাম বড় একটা মাঠের ভিতরে ইয়াসিন কিছু ইটের তৈরি রাজপ্রাসাদের মত পাহাড়ের টাইপের কিছু পড়ে আছে৷ 

আশেপাশের লোকের কাছে বিস্তারিত শুনলাম বছর আগে প্রাচীন রাজাদের ছিল ওটা ওটা একটা টাইমে নদীর জোয়ার ভাটার কারণে আপনাদের তলদেশে চলে যায়৷ 

বহু বছর পর ওই স্তুপটা উঠে ওখানে চড় পড়ে গিয়ে লোকালয় সৃষ্টি হয়ে যায় ওখানে ফ্রি নাই যখন এটা নতুন এসেছিল তখন আমরা মিলে দেখতে গিয়েছিলাম 

তারপর থেকে ওটা নিউজের মাধ্যমে হাতে চলে যায় সরকারের হাতে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় সম্পাদ হিসেবে গ্রহণ করে এবং ওটা দেখভাল করার জন্য একটা বড় বাজেট বাস্তবায়ন করে এবং চারজন আনসার বাহিনী ব্যাটেলিয়ান নিয়োগ করেন এখন ওটা মানুষের দর্শনীয় একটি স্থান হয়ে দাঁড়িয়েছে ওর চারপাশটা ধীরে দিয়ে ফুল গাছ লাগিয়ে সুন্দর করা হচ্ছে পর্যটক বৃদ্ধি পায় 


Ariful Hasanrakib

146 블로그 게시물

코멘트