স্বাধীনতা

স্বাধীনতা আমাদের গর্ব স্বাধীনতা আমাদের গৌর ব। ১৯৭১ সালের চেতনায় আমরা বেঁচে আছি।

শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। মহান স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা একটি গৌরবময় বিষয়। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের ২৬ শে মার্চ আমাদের আমরা স্বাধীনতা অর্জন করেছি। এরচে তো নাই সর্বোচ্চ মানের স্বীকৃতি পেয়েছে। আমি নিজেদের জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছি। ৩০ লাখ বাঙালি রক্তে বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি । বাংলাদেশের একাকীত্ব চিত্র ছিল না। যা যা পৃথিবীর কোন দেশ করতে পারেনি। 

 

 

 

 

 

জীবন যুদ্ধে স্বাধীনতার একটি বিস্ময়কর্মান রেখেছি। বাংলাদেশ কখনো কোন মানচিত্রে ফুটে ওঠেন। কিন্তু স্বাধীনতার কারণে বাংলাদেশ একটি বিরূপ চিত্রের ফুটে উঠেছে। আমাদের দেশকে আমরা ভালোবাসি আমাদের দেশ অনেক মানুষ ভালোবাসি। আমরা একুশের চেতনা ধরে রেখেছি। আমরা ১৬ই ডিসেম্বর এর চেতনার মনে রেখেছি। মানুষকে গল্প বলে শোনাতে পারতেছি বাঙালির ইতিহাস। ইতিহাসে রচিত মানুষের কথা ।

 

 

 

 

এই পরায়ণতার খুব ভালো লাগছে। বাংলাদেশের মাটি সার্থ বেড়েছে রক্ত বিনিময়ে।

স্বৈরাচারের আবর্তন থেকে বাঁচতে আমারা। পাশে আগস্ট একটি স্বাধীনতা অর্জন করেছি।


Tanvir Tanvir Farhan

86 블로그 게시물

코멘트