আমার জীবনের গল্প পর্ব ২৪

অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে নেওয়া না সম্পূর্ণ আমার জীবনের গল্প তুলে ধরছি

মানুষের স্বপ্ন সব সময় এক রকম থাকে না পরিবেশ পরিস্থিতির উপর কি করে তার স্বপ্নের পরিবর্তন ঘটায়, 

বদলে দেয় সময়ের সাথে সাথে মাথার চিন্তা ধরো৷ 

যেমন মনে করেন আপনি স্কুলে যখন পড়াশোনা করেন তখন আপনার মনের মধ্যে এমন স্বপ্ন কাজ করে যে আপনি অনেক ভালো রেজাল্ট করবেন ক্লাসের ভিতর অনেক ভালো স্টুডেন্ট হবেন৷ 

আবার যখন কলেজে ওঠেন তখন আপনার স্বপ্ন থাকে কলেজের ভিতরে সব থেকে পারফেক্ট ছেলে আপনি হবেন সবকিছুকে নিজেকে সেরা বানানোর ইচ্ছা স্বপ্ন থাকবে৷ 

কলেজ পাশ করার পর আপনার মাথায় নাস্তা করো এমন স্বপ্ন কাজ করবে যে আপনি ভালো একটা চাকরি করবেন ইনকাম করবেন ফ্যামিলির কাছে আত্মীয়-স্বজনের কাছে সেরা হিসেবে নিজেকে গণ্য করবেন৷ 

তারপর আপনি যখন বিয়ে করবেন তখন আপনার মাথায় যে তোমার চিন্তা কোন কাজ করবে যে আপনি আপনার স্ত্রীর কাছে সেরা স্বামী হবেন আপনি ভালো একটা চাকরি করে প্রতিষ্ঠিত হতে চাইবেন৷ 

তারপর যখন আপনার বাচ্চাকাচ্চা হবে তখন চাইবেন আপনার বাচ্চাকাচ্চার মাধ্যমে আপনার নিজের বাকি স্বপ্নগুলো পূরণ করার, 

আপনার বাচ্চা কোন কিছুতে জিতলে আপনি নিজে কে জয়ী মনে করবেন আপনার বাচ্চার খুশিতে আপনার খুশি তখন আপনি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখবেন 

 

শেষ বয়সে এসে আপনি ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখবেন নামাজ কালাম করে আল্লাহর নিকট নিজেকে সফর তো করে দিবেন এটাই জীবন এটাই আমাদের স্বপ্ন এভাবেই পৃথিবীর সবকিছু চলেছে  চলে চলবে,,,...... 


Ariful Hasanrakib

146 博客 帖子

注释