আমার জীবনের গল্প পর্ব ৫৩

অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে নেওয়া না সম্পূর্ণ আমার জীবনের গল্প তুলে ধরছি

আজ পবিত্র জুমার নামাজ আজ সকাল থেকে আবহাওয়াটা অনেক ভালো সকালে খাওয়া দাওয়া করে একটা কাজে দূরে আসলাম বাসা থেকে আজকের জুমার নামাজটা এখানেই ভাগ্যে লেখা আছে পুরুষ মানুষের কত জায়গায় কত কাজ থাকে বিভিন্ন জায়গায় নামাজের টাইম হলে সেখানে নামাজ পড়ে নিতে হয় এভাবে আমি আমার জীবনে ৫০০ থেকে ১০০০ মসজিদে নামাজ পড়েছি আল্লাহ আমাকে ইচ্ছা গুলো মসজিদে নামাজ পড়ার দান করেছেন এবং ভাগ্যে যেখানে যেদিন নামাজের ছিল আমি সেখানে সেদিন নামাজ পড়তে পেরেছি৷ 

আসলে আল্লাহ যদি কারোর ভাগ্যে কিছু লিখে রাখে চীন প্রদেশেও থাকে আমার কাছে আসবে এবং আমি সেটা গ্রহণ করতে পারব৷ 

আর যদি আমার ভাগ্যের লেখা না থাকে আমার হাতের মধ্যে থাকলেও গ্রহণ করতে পারবো না সেটা আমার কাছ থেকে চলে যাবে৷ 

যেটা যে কয়দিন আমাদের ভাগ্যে লেখা আছে সেটা সে কয়দিনে আমরা ইউজ করতে পারবো ব্যবহার করতে পারব উপভোগ করতে পারব গ্রহণ করতে পারবো 

 

আল্লাহ সঠিক বুঝ দান করুক আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সকল ভালোমন্দ ও করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহুম্মা আমীন৷ 

যদি আমরা কখনো বিপদে পড়ি আমাদেরকে একজনের রক্ষা করতে পারবেন কি হলো আমাদের সৃষ্টিকর্তা লালন পালন কর্তা আমাদের অন্নদাতা আল্লাহ আল্লাহ সবাইকে অনেক ভালোবাসেন আল্লাহ চান আমরা তার প্রার্থনা করি সঠিকভাবে জীবন পরিচালনা করি৷ 

 

আমাদের কাজের উপর ভিত্তি করে আল্লাহ আমাদেরকে চাওয়া পাওয়া পূর্ণ করেন আমরা এভাবে জীবন আল্লাহর নামে করতে চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুক৷ 


Ariful Hasanrakib

146 مدونة المشاركات

التعليقات