আফ্রিকার জনজাতির সাথে কয়েকটি বাচ্চার সাথে খেলতে গিয়ে নেতৃত্ব বৃত্তের উপলব্ধি করে তিনি ভেবেছিলেন ওদের সাথে একটা মজার খেলা খেলবে
কিন্তু শিশুরা তার প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দিল।পুষ্টিকর কিছু ফল একটা ঝুড়ির ভেতরে রেখে ঝুড়ি একটা গাছের নিচে রেখে দিল। বাচ্চাদেরকে বলেন ওই গাছটার কাছে যে প্রথম পৌঁছাতে পারবে সেই ঝুড়ি ভরা ফলগুলো পাবে। দৌড়ানোর জন্য সংকেত দেওয়ার পর তিনি অবাক হয়ে গেলেন। কেউ আগে গেল না সবাই হাত ধরাধরি করে একসাথে গাছের নিচে দৌড়ে গেলেন ফলগুলো একসাথে মিলে খেতে লাগল বাচ্চারা। যখন উনি জানতে চাইলো, বাচ্চাদের কাছে যে তোমরা কেন এরকম করলে তখন সে জনজাতির বাচ্চারা উত্তরে একটাই শব্দ করল [উবুন ট] যার অর্থ হল বাকিরা যদি দুঃখে থাকে আমি একা সুখী হব কি ওদের ভাষায় ও বোনটা শব্দের অর্থ - হল আমি আছি মানে আমরা সবাই একসাথে আছি ওই জনজাতির মানুষ জানে সুখী হওয়া কাকে বলে। ওদের আমরা বলি অসভ্য। আর সুখের পাজরে বর্ষা এনে এগিয়ে নিয়ে চলা হল আমাদের সভ্যতা।