বরাবর ই প্রতিটি কথায় প্রতিটি চেষ্টায় প্রতিটি চিৎকারে যেন সে বোঝাতে চায় তোমার জন্যই সব করছে পুরুষের ভালোবাসা হলো নিজের চাহিদা বাদ দিয়ে তোমার স্বপ্নগুলোকে আগে রাখা এই ছেলেটা সারাদিনের পরিশ্রমের পর ছোট্ট একটা কথা তুমি ভালো আছো তো শুনেই হেসে ফেলে সে কখনো অশ্রু ফেলে না ।কিন্তু কষ্ট পেলে চুপ হয়ে যায়। আর ভালোবাসার কাঁধে দায়িত্বের ওজন নিয়ে হাটে ।অভিমান না দেখিয়ে সব সহ্য করে যায়। যদি তোমার উপর রাগ করে জানো সে তোমার ভালবাসায় অধিকার খুঁজে পাই। আর সে যদি চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও সে তোমার অভিমান আঘাত না করতে চায়। এজন্যই চুপ হয়ে যায়
পুরুষ মানুষের ভালোবাসা মানে শুধু উপহার মিষ্টি কথা এগুলো নয় তাই নয়। তুমি যদি ভেঙে পড়ো তোমার জন্য আমি পাহাড় হয়ে দাঁড়াবে। তুমি যদি হারিয়ে যাও তোমার জন্য শত শহর হয়ে খুঁজে বেড়াবো। পুরুষ মানুষের ভালবাসা যেমন সহজ তেমন কঠিন। একটা পুরুষ মানুষের জীবনটাই শেষ করে দেয় তার প্রিয় মানুষের। জন্য শত কথার পরও দিন শেষে তার প্রিয় মানুষের হাসি মুখ দেখতে চাই হয়তো সেই কথাই নরম নয়। কিন্তু তার ভালোবাসা তোমার নিরাপত্তার ছবি। সে তোমাকে নিয়ে হয়তো গর্ব করে কিন্তু মুখে বলে না কিন্তু বন্ধুদের আড্ডায় তোমার নামটা অহংকার নিয়ে উচ্চস্বরে বলে।
একাই বলে পুরুষের ভালোবাসা সহজ নয় তা গভীর নিরব শক্তিশালী আর অসম্ভব সৎ