ঘুম থেকে উঠে দেখি আমার পায়ের গোড়ালি কাঁটা

বাহিরে কাঁচা আমের লোভ দেখে সামলাতে পারেনি কাটা পায়ের তোয়াক্কা না করে দুইদিন ধরে খেয়ে গেলাম

ঘুম উঠে দেখে আমার পায়ের গোড়ালের উপরে একটু কাটা কিভাবে কাটল জানিনা তোমার আবার মাঝ রাতে হাত-পা কেটে যায় কিভাবে কাটে আবিষ্কার করতে পারি না গত দুইদিন আগেও কেটেছে এদিকে অল্প কাটাই আমি গুরুত্ব দেই না বাহিরে কাঁচা আমের লোভ সামলাতে না পেরে কাটা পায়ে তোয়াক্কা না করে দুইদিন ধরে খেয়ে গেলাম আজকে ঘুম থেকে উঠে দেখি অবাক কান্ড আমার পায়ের গোড়ালি ফুলে গিয়েছে লেখক মোস্তফা আলীর প্রবাস নামে একটা গল্প আছে সেখানে প্রধান চরিত্রের নাম আব্দুল্লাহ এরকম কিছু একটা লোক ছিল লেখক মোস্তফা আলী তার বন্ধুর চরিত্রে কিছু বর্ণনা দিয়েছিলেন আজকে ঘুম থেকে উঠে সেই গল্পের প্রবাস বন্ধুর কথা আমার মনে পড়ে গেল হয়তো আমাদের পা দেখলে উনিও স্বদেশ বন্ধুর মত একটা পা বর্ণনা দিতেন যাইহোক ভাই খুব কষ্টে আছে এই পা নিয়ে একটুখানি নড়াচড়া করতে পারিনা পায়ের ওজনের জন্য আর ব্যথার কথা কি বলব রুহু মনে হয় আমার বের হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা কিছুদিন পর আমার পায়ের ব্যথা কমে গেল আস্তে আস্তে অন্য আর পাঁচজনের পায়ের মতো স্বাভাবিক হয়ে গেল হাটতে গেলেও ব্যাথা পায় না ফোলা ভাব দেখায় না এবার আমার পা ঠিক হয়ে গিয়েছে


Araf Hassan

53 Blog indlæg

Kommentarer