আজ দেখলাম একটা কর্মচারীর জায়গায় অনেকগুলা কাজের স্থানে শরবত খাওয়ানো হচ্ছে এই গরমের মধ্যে শরবত খাওয়ানোর বিষয়টা আসলে ভালো লাগলো দেখে মানুষ এই গরমে কিছু টাকার জন্য দিনরাত পরিশ্রম করে৷
তাদের ভালো বোঝার মত কষ্ট দেখার মত কেউ নাই৷ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিকতা থাকা প্রয়োজন মানবিকতার না থাকলে ভালোভাবে চলবে না৷
তাই আমাদের উচিত কাজ করে তাদের কিছু প্রয়োজনীয় জিনিস তাদের ভালো-মন্দ বোঝা৷ তারাও তো মানুষ কর্মচারী হলেই কি তারা সুযোগ সুবিধা পাবে না তা হয় না৷
একটা মানুষের মৌলিক চাহিদা পূরণ করা বসের সবার ভালো-মন্দ দেখা উচিত মানুষের মনে জায়গা করতে গেলে মানুষের ভালো-মন্দ দেখা লাগবে
এটাই মানবতা অবতার বেঁচে আছে বিধায় দুনিয়া বেঁচে আছে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ না থাকলে তবে চালানো সম্ভব না আশে পাশের ভাইকে ভালোবেসে কাজ করাব ইনশাল্লাহ