আমার জীবনের গল্প পর্ব ৫৬

অনলাইনের কোন প্ল্যাটফর্ম থেকে নেওয়া না সম্পূর্ণ আমার জীবনের গল্প তুলে ধরছি

আজ দেখলাম একটা কর্মচারীর জায়গায় অনেকগুলা কাজের স্থানে শরবত খাওয়ানো হচ্ছে এই গরমের মধ্যে শরবত খাওয়ানোর বিষয়টা আসলে ভালো লাগলো দেখে মানুষ এই গরমে কিছু টাকার জন্য দিনরাত পরিশ্রম করে৷ 

তাদের ভালো বোঝার মত কষ্ট দেখার মত কেউ নাই৷ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিকতা থাকা প্রয়োজন মানবিকতার না থাকলে ভালোভাবে চলবে না৷ 

তাই আমাদের উচিত কাজ করে তাদের কিছু প্রয়োজনীয় জিনিস তাদের ভালো-মন্দ বোঝা৷ তারাও তো মানুষ কর্মচারী হলেই কি তারা সুযোগ সুবিধা পাবে না তা হয় না৷ 

একটা মানুষের মৌলিক চাহিদা পূরণ করা বসের সবার ভালো-মন্দ দেখা উচিত মানুষের মনে জায়গা করতে গেলে মানুষের ভালো-মন্দ দেখা লাগবে 

 

এটাই মানবতা অবতার বেঁচে আছে বিধায় দুনিয়া বেঁচে আছে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ না থাকলে তবে চালানো সম্ভব না আশে পাশের ভাইকে ভালোবেসে কাজ করাব ইনশাল্লাহ 


Ariful Hasanrakib

146 بلاگ پوسٹس

تبصرے