হরযত জুনায়েদ বলেন একবার আমি রাতে জাগ্রত হয়ে নামাজে দাঁড়ালাম কিন্তু সব সময় যে আনন্দ পেতাম তা পেলাম না এরপর ঘুমিয়ে পড়ার ইচ্ছা করলাম তাও পারলাম না এরপর বসে থাকতে চাইলাম তাও সম্ভব হলো না অবশেষে গৃহ পথ হয়ে বের হলাম পথিমধ্যে দেখলাম এক ব্যক্তি গায়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে সে আমার পথ শব্দ শুনে বলল হ্যাঁ আবুল কাশেম আমার কাছে একটু আসুন আমি বললাম মিয়া তুমি বলবে তো আমাকে সংবাদ দাও নি ঠিক তবে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আপনার মনকে আমার দিকে গতিশীল করার জন্য এখন বলো তোমার উদ্দেশ্য কি সে বললেন না ব্যতিগ্রস্ত হলে তার চিকিৎসা কিভাবে হয় আমি জবাবে বললাম যখন তার নক্স খায়েশের বিরুদ্ধে ব্যতিক্রস্ত হয় তার কষ্ট হয় বটে কিন্তু এটাই তার চিকিৎসা অতঃপর লোকটি তার নফর সমাধান ক বলতে লাগলো শোন আমি তোকে ৭ বার জবাব দিলাম কিন্তু তুই শুনলি না তুই মানলি না এবং বললে তুই জুনায়েদের মুখে শুনাবো এখন শোন তো এরপর লোকটি ওইখান থেকে প্রস্থান করলো আমি তাকে চিনতে পারলাম না ইয়াজেদ রাক্ষসী বলতেন তোমরা আমাকে ঠান্ডা পানি দিও না আখেরাতে এ আবার বঞ্চিত না হয়ে যায় এক ব্যক্তি হযরত ইবনে আব্দুল আজিজ কে জিজ্ঞেস করল আমি কখন কথা বলবো তিনি উত্তরে বললেন যখন তোমার নফর চুপ থাকবে তিনি আবারও প্রশ্ন করল নফস কখন চুপ থাকবে জবাব দিল যখন সে কথা বলতে চায় হযরতী আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সে জান্নাতের জন্য উৎসব সে যেন দুনিয়া থেকে খাস থেকে আলাদা থাকে পরকালে সৌভাগ্য অর্জনের পথ খেয়াল খুশি বর্জন ও খায়েশের বিরোধিতা ছাড়া অন্য কিছু নয় সুতরাং এ বিষয়ে বিশ্বাস করা ওয়াজিব
Araf Hassan
53 Blog posts