ভালোবাসা মানেই ত্যাগ নয়, বোঝাপড়া

আবার আরেকটি ব্লক দিয়ে দিলাম আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন

ভালোবাসা শব্দটি শুধু "ভালো লাগা"র মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন মানুষকে নিঃস্বার্থভাবে গ্রহণ করাই হলো আসল ভালোবাসা। আমরা অনেক সময় সম্পর্কের মধ্যে থেকেও একে অপরকে বুঝতে পারি না। ছোট ছোট ভুল বোঝাবুঝি, সন্দেহ, আর অহংকার ধীরে ধীরে ভালোবাসাকে গিলে ফেলে। অথচ একটু সময় নিয়ে কথা বললেই সব মিটে যেত। ভালোবাসা মানেই নিজের ইগোকে পাশে রেখে প্রিয় মানুষটির হাতে হাত রাখা। এই পৃথিবীতে সবাই ব্যস্ত, কিন্তু যার জন্য তুমি সময় বের করো, সেই-ই তোমার আপন। ভালোবাসো মন থেকে, বলো – “তুমি আছো বলেই জীবনটা এত সুন্দর।”


MD Maruf

60 Blog bài viết

Bình luận

📲 Download our app for a better experience!