ভালোবাসা কি শুধু বলা কথা?”

ভালোবাসা কি শুধু মুখে বলা তিনটি লাইন??

ভালোবাসা—এই শব্দটা কত ছোট, অথচ এর ওজন কতটা বিশাল! আমরা প্রায়ই ভাবি, "ভালোবাসি" বললেই সব বলা হয়। কিন্তু ভালোবাসা কি শুধু বলা কথা? না, বরং ভালোবাসা হলো অনুভব, মনের গভীর অনুভূতির প্রকাশ। কেউ কাঁদছে, আর তুমি চোখ মুছে দিলে—এটাই ভালোবাসা। এক কাপ চা যখন কেউ না বলেও তোমার সামনে রেখে যায়—সেটাও ভালোবাসা।

ভালোবাসা হলো ছোট ছোট খেয়ালের যত্ন, চোখে চোখ পড়ে গেলে বুক ধুকধুক করা, কিংবা কারো মুখ ভার দেখে নিজের হাসিও গুম হয়ে যাওয়া। এই ভালোবাসা ভাষায় বলা যায় না, সেটা শুধু হৃদয় বোঝে।


MD Maruf

60 בלוג פוסטים

הערות

📲 Download our app for a better experience!