আল্লাহর উপর তাওয়াক্কুল – সত্যিকারের ভরসার গল্প

আমরা আল্লাহ কাছে ফিরে আসি,,,আমিন

মানুষের জীবনে বিপদ-আপদ, দুঃখ-কষ্ট, চ্যালেঞ্জ সব সময়ই আসবে। কিন্তু একজন মুসলমানের আসল পরিচয় হয় তখনই, যখন সে সব কষ্টের মাঝেও বলে—“হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।” আল্লাহর উপর ভরসা করলেই মন শান্ত হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) তায়েফের মাটিতে যখন রক্তাক্ত অবস্থায় ছিলেন, তখনও তাঁর মুখে ছিল আল্লাহর উপর আস্থা। তিনি কখনো হতাশ হননি।

 

আমরা জীবনে যখন কোনও কিছু হারিয়ে ফেলি, তখন মনে রাখতে হবে—আল্লাহই আমাদের জন্য সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। যে দোয়াটি আমাদের প্রতিদিন বলা উচিত, তা হলো:

"রাব্বি ইন্‌নী লিমা আন্‌যালতা ইলাইয়া মিন্‌ খাইরিন ফাকীর।” (সূরা কাসাস ২৪)

 

? আল্লাহর উপর তাওয়াক্কুল করা মানে শুধু দোয়া করে বসে থাকা নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাওয়া এবং ফলাফলের ব্যাপারে সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করা।

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হন।

 

? আল-কুরআনের বার্তা:

"যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তাঁর জন্য তিনিই যথেষ্ট।" — (সূরা আত-তালাক, আয়াত ৩)


MD Maruf

60 블로그 게시물

코멘트