হায় কি করি এ মন নিয়া

হায় কি করি এ মন নিয়া

হায় কি যে করি এ মন নিয়া

সে যে প্রনয়ও হুতাশে ওঠে উথলিয়া,

ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া

পিয়া পিয়া,

তার মিষ্টি কুজন তবু জ্বলে হিয়া

মুখে অভিমান ওঠে মনে উছলিয়া,

আছে সবারি কেহ না কেহ মরমিয়া

হায় একেলা আমারই শুধু নাই প্রিয়া,

ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া

পিয়া পিয়া,

ঐ ফুলেরও বাসরে দেখি বনলতা

বুঝি তরুনও তরুর সনে বলে কথা,

তারা কেহতো বুঝেনা মোর আকুলতা

তাই মরমে মরিগো আমি গুমরিয়া

ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া,

পিয়া পিয়া,

দেখ একটি চাঁদের সাথী কত তারা

মেশে একটি সাগরে কত জল ধারা,

শুধু আমি কি একেলা রব সাথী হারা

মোরে কেহ কি বাঁধিবে না গো মালা দিয়া,

ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া

পিয়া পিয়া,


Sudhanond Hajong

4 Blog des postes

commentaires