বড় যদি হতে চাও ছোট হও তবে

বড় যদি হতে চাও ছোট হও তবে

বিনয় মানুষকে সত্যিকার অর্থে বড় করে তোলে। তিনিই প্রকৃত মহৎ, যিনি সব গর্ব ও অহংকার পরিত্যাগ করে নিজেকে সামান্য ও ক্ষুদ্র ভাবেন।

 

পৃথিবীতে আমরা সবাই বড় হতে চাই। বড় হতে হলে সবার সামনে নিজেকে নম্র, চরিত্রবানরূপে উপস্থাপন করতে হবে। এ জন্য দরকার প্রকৃত শিক্ষার।

 

সুশিক্ষাকে জীবনের সবখানে প্রয়োগ করতে পারলে নিজেকে গড়ে তোলা সহজ হবে। যারা নিজেদের খুব বেশি বড় মনে করে, অহংকার করে, হিতাহিত বিবেচনা যাদের নেই, সত্যিই তারা খুব ছোট।

 

তারা প্রাথমিক সোপান অবহেলা করে ওপরে ওঠার ব্যর্থ প্রয়াসে বিভোর। প্রকৃতই তারা কৃতকার্য হয় না। কেননা বড় হতে হলে ছোটত্ব বরণ করা অপরিহার্য। বড় হতে ওপরে ওঠার সিঁড়ি পার হওয়ার জন্য ছোট হওয়ার বিকল্প আছে বলে মনে হয় না।

 

আত্মপ্রচারকারী কখনো বড় বা মহৎ ব্যক্তির মর্যাদা লাভ করতে পারে না। বরং আপন কর্মবলে মহৎ ব্যক্তি সমাজ কর্তৃক সমাদৃত হন।


Juboraj Hajong Raj

75 博客 帖子

注释

📲 Download our app for a better experience!