ম্যারাথন সাঁতারে সোনা জিতে ইতিহাসে রুভেনডাল

ইতিহাস গড়েছেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রুভেনডাল। প্রথম নারী খেলোয়াড় হিসেবে মেয়েদের ম্যারাথন সাঁতারে দুটি

সোনা জিততে রুভেনডাল সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন ৫.৫ সেকেন্ড পেছনে থেকে জিতেছেন রুপা। ইতালির গিনেভ্রা তাদুয়েচ্চি ব্রোঞ্জ জিতেছেন। অথচ রেসে বেশির ভাগ সময় অগ্রগামী ছিলেন অস্ট্রেলিয়ার মোয়েশা জনসনই। ফাইনাল ল্যাপে জয় ছিনিয়ে নেন ডাচ সাঁতারু।

৩০ বছর বয়সী রুভেনডাল টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন। ২০২২ সালে বুদাপেস্টেরও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তিনি।

প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দূষণ নিয়ে বিতর্কের মাঝে থাকা সেইন নদীতে। দূষণের মাত্রা গ্রহণযোগ্য ছিল বলেই এটা করা সম্ভব হয়েছে। তার পরেও আয়োজকদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে আছে এটি!

 

Md Ashaduzzaman

67 Blog mga post

Mga komento
Adeel Hossain 50 sa

Good